শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
থানার ফাইল ছবি
expand
থানার ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩০) নামে এক অটোরিকশাচালকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের দিকে আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী ছিলেন ওই গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে।

পরিবারের বরাত জানা যায়, প্রতিদিনের মতো আলী সেদিনও সন্ধ্যায় বাড়িতে নিজের অটোরিকশা চার্জ দিতে যান। চার্জিং সংযোগ ধরতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিয়াউর রহমান জিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন