শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ার বালুখালী সীমান্তে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
সাদেক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শীর্ষ মাদকচক্রের এজেন্ট হিসেবে কাজ করছে
expand
সাদেক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শীর্ষ মাদকচক্রের এজেন্ট হিসেবে কাজ করছে

কক্সবাজারের উখিয়ায় বালুখালী সীমান্ত এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আটক যুবক মো. সাদেক হোসেন (২০) উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে।

লে. কর্নেল জসীম উদ্দিন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে বিজিবির সদস্যরা সীমান্তের নারিকেল বাগান এলাকায় মিয়ানমার দিক থেকে আসা তিনজনকে সন্দেহজনকভাবে আসতে দেখেন। থামার নির্দেশ দেওয়ার পর এক বস্তা ফেলে তারা দৌঁড়ে পালাতে চেষ্টা করে। ধাওয়া করে সাদেককে আটক করা হলেও দুই সহযোগী পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে খোলা হলে ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক সাদেক স্বীকার করেছে, রহমতেরবিল এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুর রহিমের সঙ্গে ৯ হাজার টাকার চুক্তিতে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করছিল। আব্দুর রহিম ইতিমধ্যে মাদক চোরাচালান মামলার পলাতক আসামি।

লে. কর্নেল জসীম উদ্দিন জানান, সাদেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

স্থানীয়দের মতে, সাদেক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শীর্ষ মাদকচক্রের এজেন্ট হিসেবে কাজ করছে এবং এই ইয়াবার চালানও তার মাধ্যমে পাঠানো হচ্ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন