

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মুদিদোকানির সাত কক্ষের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কৃষক ও মুদিদোকানি মিলন মণ্ডলের বাড়িতে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মিলন মণ্ডল রাতের খাবার খেয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় তিনি হঠাৎ পোড়া গন্ধ পেয়ে জেগে উঠেই দেখতে পান ঘরের একটি সুইচ বোর্ড থেকে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়ি গ্রাস করে। চোখের পলকে সাত কক্ষের একসময়কার পূর্ণাঙ্গ বাড়িটি পরিণত হয় ধ্বংসস্তূপে।
অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, ফ্রিজ, টিভি, কম্পিউটার, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালংকার সম্পূর্ণভাবে পুড়ে যায়। মিলন মণ্ডলের হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।
দুই চোখ ভরা কান্নায় মিলন মণ্ডল বলেন, “আমার ছোট মুদি দোকানেই সংসার চলে। অল্প কিছু জমি আছে। অনেক কষ্ট করে এই বাড়িটা করেছি, সেটাও আজ শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।”
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
মন্তব্য করুন