শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম, গরু লুট

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
থানার ফাইল ছবি
expand
থানার ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে একদল ডাকাত হানা দিয়ে গৃহকর্তা দুলাল হোসেন (৫০) কে কুপিয়ে জখম করে গরু লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে মুমূর্ষু অবস্থায় দুলাল হোসেনকে প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত দল হানা দেয়। মুখোশধারী ডাকাতরা বাড়ির গেট ভেঙে বাড়িতে থাকা শাহিয়াল জাতের গাভী লুট করে নিয়ে যায়। গাভীর আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

এ সময় গৃহকর্তা দুলাল হোসেন টের পেয়ে চিৎকার করলে, ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। পরে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পিকআপ ভ্যানে গাভীসহ দ্রুত পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় দুলাল হোসেনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলালের ভাতিজা রিপন জানান, তার মাথা ও কানে ৩৩টি সেলাই দেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, "এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন