শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মেট্রোরেল সংযোগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রোরেল সংযোগের দাবিতে মানববন্ধন। ছবি: এনপিবি
expand
ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রোরেল সংযোগের দাবিতে মানববন্ধন। ছবি: এনপিবি

ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রোরেল সংযোগের দাবিতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদ।

শুক্রবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একাত্মতা প্রকাশ করে মুক্তারপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব ও মুন্সীগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, বৈশাখী টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম লিটন সহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ি ও সিরাজদিখান উপজেলার প্রায় ১০ থেকে ১৫ লাখ মানুষ প্রতিদিন ঢাকা থেকে মুক্তারপুর হয়ে যাতায়াত করে।

ঢাকা থেকে মুন্সীগঞ্জের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। কার্যকর মেট্রোরেল সংযোগ স্থাপন হলে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে এবং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকার ওপর জনচাপ কমবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন