শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে বাসে আগুন, আটক ৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
পুলিশ পাঁচজনকে আটক করে
expand
পুলিশ পাঁচজনকে আটক করে

বরগুনার আমতলীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে স্বর্ণা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাতে আমতলী পৌর শহরের ফেরিঘাট সড়কের গাজী বাড়ির সামনে পাকিং করা বাসটিতে।

জানা গেছে, আমতলী উপজেলার গাজীপুর বন্দরের বাস মালিক শহীদ দেওয়ান দীর্ঘ ২৫ বছর ধরে কষ্ট করে একটি মাত্র গাড়ি তৈরি করেন। তার মেয়ে স্বর্ণার নামে নিবন্ধিত ওই বাসটি বরিশাল-কুয়াকাটা সড়কে নিয়মিত চলাচল করত। বৃহস্পতিবার রাতেও ফেরিঘাট সড়কের গাজী বাড়ির সামনে অন্য আরও সাতটি বাসের সঙ্গে স্বর্ণা পরিবহনটি পাকিং অবস্থায় ছিল।

মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর যুবলীগ সদস্য তন্ময় গাজী, কাওসার রনি ও সগির মল্লিককে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাস মালিক শহীদ দেওয়ান বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমার চলমান ব্যবসার একমাত্র বাসটিতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত এলে ক্ষতি কম হতো।

তার ছোট ভাই ও আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য বাতেন দেওয়ান অভিযোগ করে বলেন, পার্কিং থাকা আওয়ামী লীগ নেতাদের বাসে আগুন না দিয়ে আমার ভাইয়ের বাসেই আগুন দেয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ নাশকতা করা হয়েছে।

বরগুনা বাস মালিক সমিতির লাইন সম্পাদক অহিদুজ্জামান সজল মৃধা বলেন, দীর্ঘদিন ধরে তিন জেলার বাসগুলো ফেরিঘাট সড়কে পাকিং করা থাকে। গত রাতে দুর্বৃত্তরা স্বর্ণা পরিবহন বাসে আগুন দিয়েছে। এ ঘটনায় মালিক সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতি পোষাতে কীভাবে সহায়তা করা যায় তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

আমতলী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, নইলে ক্ষতি আরও বাড়ত।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন