

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় স্থানীয় জনগণের কল্যাণে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খেলার সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন।
পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুর্গম ভূয়াছড়ি এলাকার বিভিন্ন পাড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবাও দেওয়া হয়।
বাঘাইহাট সেনা জোন সূত্রে জানা যায়, ভূয়াছড়ি দূর্গম এবং সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার মানোন্নয়ন, স্থানীয় অধিবাসীদের চিকিৎসা সেবা প্রসারণ এবং শিশু কিশোর-কিশোরীদের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে জোন।
পাহাড়ের জনগোষ্ঠীর উন্নয়নে নিরাপত্তার পাশাপাশি দূর্গম এলাকা গুলোতে নাগরিক যে মৌলিক অধিকার গুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে যা ভবিষ্যতে অব্যহত থাকবে। ভূয়াছড়ি এলাকায় আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে নিরাপত্তা বাহিনীর।
নিরাপত্তা বাহিনীর এ-সব কার্যক্রম ও শিক্ষা উপকরণ বিতরণের ফলে পাহাড়ি এলাকার দরিদ্র অভিভাবকদের আর্থিক কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে অভিমত স্থানীয়দের অধিবাসীদের।
শুধু শিক্ষা নয়, খেলাধুলার উন্নয়ন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বাঘাইহাট জোন ভবিষ্যতে আরও বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণের চিন্তাভাবনা করছে। নিরাপত্তা বাহিনী মনে করে বিশ্বাস, শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং সার্বিক সহায়তা নিশ্চিত করা গেলে আগামী প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এ কর্মসূচির অংশ হিসেবে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান স্থানীয় স্কুলশিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে।
মন্তব্য করুন