শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ অভিযানে এক লক্ষ ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:১৩ এএম
এক লক্ষ পিস ইয়াবা জব্দ
expand
এক লক্ষ পিস ইয়াবা জব্দ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লক্ষ (১,০০,০০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেল ৬টার দিকে মেরিনার্স রোডের চামড়ার গুদাম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী এর নেতৃত্বে এসআই তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহাম্মদ, এএসআই শাহ পরান জান্নাতসহ একদল পুলিশ কর্মকর্তা থানা এলাকায় বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানানো হয় কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পৌঁছানোর উদ্দেশ্যে একটি প্রাইভেটকার রওনা হয়েছে।পুলিশ চেকপোস্টে অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি শুরু করলে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেট্টো গ-৩৭-১৮৪৯ নম্বরের প্রাইভেটকারটি থামতে নির্দেশ দিলে চালক কিছু দূরে গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। রাস্তায় যানজটের কারণে তাকে আটক করা সম্ভব হয়নি।

পরে গাড়িটি হেফাজতে নিয়ে গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পিছনের ব্রেক ঢালার ভেতরে লুকানো একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে থাকা ১০টি বড় প্যাকেটের প্রতিটিতে ১০ হাজার করে মোট ১,০০,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং পালিয়ে যাওয়া চালকের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম সত্যতা নিশ্চিত করেন।কোতোয়ালী থানা পুলিশ জানায়,

এই ঘটনায় জড়িত প্রাইভেটকার চালক ও মালিককে চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা ও যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন