

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণসামগ্রীসহ ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি সাগরপথে খাদ্য ও নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্য পাচারের বিনিময়ে মাদক আনার প্রবণতা বেড়ে গেছে। এর সঙ্গে জড়িত কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। বুধবার রাত ১টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিমাংশে টহল চলাকালে দুটি মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হয় কোস্ট গার্ডের সদস্যদের।
তাদের থামার সংকেত দিলে ট্রলার দুটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে কোস্ট গার্ড সদস্যরা ট্রলার দুটি জব্দ করে। তল্লাশিতে পাওয়া যায় ৬০০ বস্তা মটরডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট—যা মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছিল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও তারা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। জব্দ করা পণ্য, ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, সাগরপথে চোরাচালান ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাচারকারীরা যেখানেই সক্রিয় হোক, কোস্ট গার্ড তাদের আইনের আওতায় আনবে।
মন্তব্য করুন