

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে মিয়ানমার পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার রাত ১টার দিকে টহলরত কোস্ট গার্ড সদস্যরা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের কাছে দুটি সন্দেহজনক ট্রলার আটক করে। তল্লাশিতে ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তারা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার টাকা।জব্দকৃত মালামাল ও ট্রলারসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মন্তব্য করুন