

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ময়মনসিংহের ভালুকায় পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন পৌর বিএনপির আহ্বায়ক মো. হাতেম খানের নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম ছিল। ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় কোন যাত্রী ছিলনা। উপজেলার আঞ্চলিক সড়ক গুলোতেও একই অবস্থা। এর আগে বুধবার (১২ নভেম্বর) রাতে মো. হাতেম খানের নেতৃত্বে মৌন মিছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে পৌর বিএনপি। একই দিন বিকালে মুজিবুর রহমান মজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন উপজেলা শ্রমিকদল।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন উপজেলা জামায়াতে ইসলামী।
এদিকে, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশ নেন, উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, শ্রী স্বপন বণিক, তাহের উদ্দিন ফকির, সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, কায়সার আহমেদ কাজল, স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।
মন্তব্য করুন