

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে অবরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল ৬টায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা নাওডোবা অংশে অবস্থান নেন। পরে তারা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বলে জানায় পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অবরোধকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনার পর পদ্মা সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে আটটার পর সীমিত আকারে কিছু যানবাহন চলাচল শুরু হলেও এক্সপ্রেসওয়ে এখনো বন্ধ রয়েছে। এর ফলে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন।
পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি জানান, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।’
পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন