বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার বরগুনায় জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
বরগুনা জুলাই স্মৃতি স্তম্ভ
expand
বরগুনা জুলাই স্মৃতি স্তম্ভ

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১ টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে এঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা' এমন একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় স্মৃতি স্তম্ভের বেদীতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু দিয়ে অগ্নিসংযোগ ঘটায় দূর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান করে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়য়ন্ত্রনে আনে পুলিশ। এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমিসহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তৎপরতার কারনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির হয়নি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে সাতক্ষীরার জুলাই স্মৃতি স্তম্ভে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিওতে যুবলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন