বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন বিএনপির ১৬ নেতাকর্মী

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
নেত্রকোণায় বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। ছবি: এনপিবি
expand
নেত্রকোণায় বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। ছবি: এনপিবি

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলংকা গ্রামে বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) মাগরিবের নামাজের পর কলংকা গ্রামে অনুষ্ঠিত এক সভায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক মণ্ডলের নেতৃত্বে মোট ১৬ জন বিএনপি ও যুবদল কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রোকন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন গোহালাকান্দা ইউনিয়নের আমির হানিফ উদ্দিন, পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি তাজুল ইসলাম, বিশকাকুনি ইউনিয়ন জামায়াতের সভাপতি আশিকুর রহমান জিয়াদ, ইউনিয়ন সেক্রেটারি তোফায়েল আলমসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতা-কর্মীরা।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে নতুন যোগদানকারীদের রজনীগন্ধা ফুল ও মালা পরিয়ে দলে বরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন