

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলা জেলায় ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। অক্টোবর মাসে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন পুলিশিং কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় তাকে জেলার ১০টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া একই থানার এসআই মাইদুল ইসলাম চুরি মামলার আসামি গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধার করায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার দুপুরে ভোলা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওসি মো. সিরাজুল ইসলাম এবং এসআই মাইদুল ইসলামের হাতে সম্মাননা পুরস্কার ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এই অর্জন কেবল আমার একার না, এটি আমার থানার সকল পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনগণেরও। এই পুরস্কারের মাধ্যমে আশা করছি থানা এলাকার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীতে আরো ভালোভাবে কাজ করতে পারবো। কারণ ভালো কাজের স্বীকৃতি পেলে সামনের দিকে কর্মকাণ্ডের প্রতি আরো আগ্রহ সৃষ্টি হয়। আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সোহান সরকার, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, তজুমদ্দিন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এরআগে চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও জুলাই মাসেও ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
মন্তব্য করুন