বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত হেলপার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
কিশোরগঞ্জে বাসে আগুন
expand
কিশোরগঞ্জে বাসে আগুন

কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাজিতপুর বাস স্ট্যান্ড এর সামনে রাস্তার পাশে বাজিতপুর -ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ৬৪৩৪ ) দাঁড়িয়ে ছিলো। এ সময় দুর্বৃত্তরা বাসের পিছনের বাম পাশের জানালা দিয়ে পিছনের সিটে আগুন লাগিয়ে বাসটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে। বাসের একটি আসনে আগুন জ্বলতে দেখে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।

বাজিতপুর বাসস্ট্যান্ডে থাকা ডিউটিরত পুলিশ এবং স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। ফলে বেঁচে যান বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার। আগুনে গাড়ির পিছনের বাম পাশের ২নং সিটের উপরের সামান্য অংশ পুড়ে যায়।

সংবাদ পেয়ে বাজিতপুর থানার ওসিসহ উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন