বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
হেরোইনসহ গ্রেপ্তার
expand
হেরোইনসহ গ্রেপ্তার

ঢাকা জেলার ধামরাই উপজেলায় ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৪।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়।

আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখার পর সকালে অভিযান চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন