

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় আজ (বুধবার) সকাল দশটা থেকে অদ্যবধি পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনতা। হঠাৎ করে শুরু হওয়া এই আন্দোলনে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে শত শত মানুষ হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থান নেন। তারা হাইকোর্টের রায়ে গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং “গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে” স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এ আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এ সিদ্ধান্ত মানি না।
অবরোধ চলাকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
অন্যদিকে, একই দাবিতে গাজীপুর-৬ আসন রক্ষা কমিটির ব্যানারে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের ব্যানারে লেখা ছিল— গাজীপুর-৬ আসন বহাল থাকুক, নাগরিকরা পাক ন্যায়সেবা।
মানববন্ধনে গাজীপুর -৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, “গাজীপুর-৬ আসন বিলুপ্ত করা হলে এ অঞ্চলের নাগরিক সেবা ও উন্নয়ন ব্যাহত হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
সকাল থেকে অবরোধ চলায় টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দর পর্যন্ত যান চলাচল আংশিকভাবে বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ দেওয়া হবে না। শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।
গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে সাধারণ জনগণের এই আন্দোলনে পুরো এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন