বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
কুমিল্লা-৬ আসন

মনোনয়ন বঞ্চতি বিএনপি নেতা হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চতি বিএনপি নেতা হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর চলছে। ছবি: এনপিবি
expand
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চতি বিএনপি নেতা হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর চলছে। ছবি: এনপিবি

কুমিল্লা-০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারি ধারাবাহিক আন্দোলনের দশম দিনে, আজ বুধবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযান।

সকাল থেকেই টাউনহল প্রাঙ্গণে হাজী ইয়াছিনের সমর্থকদের ভিড় দেখা যায়। নগরীর কান্দিরপাড় ও আশপাশ এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ স্বাক্ষর দিয়ে অংশ নেন এই কর্মসূচিতে। পাশাপাশি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লা পর্যায়েও একই কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

নেতাকর্মীরা জানান, হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে এই আন্দোলনের সূচনা হয় ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে।

এরপর ৪ নভেম্বর মশাল মিছিল, ৫ নভেম্বর নারী সমাবেশ, ৬ নভেম্বর নফল রোজা ও গণ-ইফতার, ৭ নভেম্বর জুমার নামাজের পর দোয়া মাহফিল, ৮ নভেম্বর পূর্বালী চত্বরে অবস্থান কর্মসূচি, ৯ নভেম্বর কারা-নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সংবাদ সম্মেলন এবং ১০ নভেম্বর তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। নবম দিনে (১১ নভেম্বর) মশাল মিছিলের পর আজ শুরু হলো গণস্বাক্ষর অভিযান।

মহানগর ছাত্রদল নেতা রবিন খাঁন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গণস্বাক্ষর শেষে স্বাক্ষরসমূহ কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। একই কথা জানান যুবদল নেতা মনছুর নিজামী। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি। এটি কোনো বিশৃঙ্খলার কর্মসূচি নয়, বরং তৃণমূলের গণতান্ত্রিক প্রতিবাদ।

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, হাজী ইয়াছিন ভাইয়ের পক্ষে তৃণমূলের সমর্থন এখন আন্দোলনে পরিণত হয়েছে। জনগণ যাঁকে চায়, দলকেও তাঁকেই মনোনয়ন দিতে হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ বলেন, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ গণস্বাক্ষর শুরু হলো। হাজী ইয়াছিন ১৭ বছর ধরে রাজপথে লড়ছেন। তাঁকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

স্থানীয় নেতাদের দাবি, হাজী ইয়াছিনের নেতৃত্বে অতীতে কুমিল্লা নগরীতে বহু আন্দোলন সফল হয়েছে। তিনি সংগঠক হিসেবে অভিজ্ঞ এবং তরুণদের কাছেও জনপ্রিয়। নগর, সদর ও সদর দক্ষিণ এলাকায় তাঁর শক্ত নেটওয়ার্ক রয়েছে।

তৃণমূল নেতাকর্মীরা বলছেন, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে হাজী ইয়াছিনই কুমিল্লা–৬ আসনের জনগণের পছন্দের প্রার্থী।’ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন