বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৮ এএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাইম রহমান
expand
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাইম রহমান

মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামের হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার, সদর মডেল থানা পুলিশ এবং ঢাকার মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা। ব্যাংক কর্মকর্তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, গত রোববার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগ দেন। দুপুরের পর তিনি নিজের ব্যাগ ও পরিচয়পত্র অফিসে রেখে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে, তিনি মাদারীপুরে অবস্থান করছেন। সেই সূত্রে অভিযান চালিয়ে রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয় এবং পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

হোটেল সূত্রে জানা গেছে, রোববার বিকেলে তিনি নিজে থেকেই হোটেলে উঠেছিলেন। নিবন্ধনে নিজের ঠিকানা ঢাকার মিরপুর পল্লবী ও বাবার নাম সৈয়দ মোস্তাফিজুল রহমান লিখেছিলেন। তিনি জানিয়েছিলেন, একটি চাকরির পরীক্ষার জন্য এসেছেন এবং দুই-তিন দিন থাকার পরিকল্পনা করেছেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সৈয়দ নাইম রহমানকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আপাতত তাকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন