বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্লাসে ঢুকে ডাস্টার দিয়ে ছাত্রীকে মেরে মাথা ফাটালেন শিক্ষক, ভিডিও ভাইরাল

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
শিক্ষকের ছোড়া ডাস্টারের আঘাতে আহত হওয়া শিক্ষার্থী
expand
শিক্ষকের ছোড়া ডাস্টারের আঘাতে আহত হওয়া শিক্ষার্থী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ক্লাশরুমের ভেতরের সিসিটিভি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে রোববার বিকাল ৩টার দিকে। জানা যায়, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগম (১৪)-কে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আহত করেন।

পরে ঐ ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

নির্যাতিত ছাত্রী সাইদা বেগমের পিতার নাম মুজিবুর রহমান, তিনি পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটোচালক।

সাইদা বর্তমানে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

ঘটনার পর সহপাঠীরা ও এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষক ফরুক আহমেদের বিচার দাবি করেছেন। অভিযুক্ত শিক্ষককে স্কুলে গিয়ে না পেলেও ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান জোয়ারদার পলাশ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। তবে ভবিষ্যতে আর হবে না।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন