বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টের স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জন বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে আজ বুধবার (১২ নভেম্বর)।

দুপুর দেড়টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে স্থায়ী বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে স্থায়ী করা বিচারপতিদের তালিকায় নাম নেই বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর। প্রজ্ঞাপনে তার ব্যাপারে কিছুই বলা হয়নি।

যারা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তারা হলেন- বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী। এর আগে গত বছরের ৮ অক্টোবর তাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এসব অতিরিক্ত বিচারকের মেয়াদ হবে শপথ নেওয়ার দিন থেকে দুই বছর। তবে এক বছরের মাথায় স্থায়ী নিয়োগের প্রজ্ঞাপনে বিচারপতি দেবাশীষ রায়ের ব্যাপারে কিছুই বলা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন