

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তের হাজির ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।আটককৃত হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এ-১২ ব্লকের বাসিন্দা মীর আহমদের ছেলে মোঃ নুরুল আমিন (২৪)।আটককৃত রোহিঙ্গাকে রাতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের উনচিপ্রাং বিওপি টহল দল সীমান্ত এলাকা হাজির ঘের থেকে তাকে আটক করেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ অভিযান চলবে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন