

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে জামায়াতকর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে একজন নির্বাহী ম্যাজিট্রেটের উপস্থিতিতে শাহাবুলের লাশের অংশ বিশেষ উত্তোলন করে থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে জানতে চাইলে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(এসআই) মো. আব্দুল লতিফ বলেন, লাশের অংশ বিশেষ তুলে থানায় আনা হয়েছে এবং তা ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সাড়ে ১০ বছর পর ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের ওই বছরের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন