মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা–৬ আসনে জামায়াতের চলছে ভোট চাওয়ার গণসংযোগ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
কুমিল্লা–৬ আসনে জামায়াতের চলছে ভোট চাওয়ার গণসংযোগ
expand
কুমিল্লা–৬ আসনে জামায়াতের চলছে ভোট চাওয়ার গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস) আসনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে তিনি নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। সকাল সাড়ে আটটায় শুভপুর বড় মসজিদ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। এরপর শুভপুর, চানপুর, গাংচর, গর্জনখোলা, ঋষিপট্টি, আমীর দিঘী ও চকবাজার এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

চকবাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানান কাজী দ্বীন মোহাম্মদ। বিকেলে তিনি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন। সেখানে স্থানীয় লোকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং পরিবর্তনের পক্ষে সমর্থন জানান।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আমরা দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সেই পরিবর্তন বাস্তবে রূপ নেবে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের মহানগর নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, সেন্ট্রাল মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. ফজলুল হক লিটন, অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমান, তামিরুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাশেদুল হক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশারফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন