মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারী সহকর্মীকে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ নকলনবীশের বিরুদ্ধে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অভিযুক্ত নকলনবীশ অসীম কুমার নাগ
expand
অভিযুক্ত নকলনবীশ অসীম কুমার নাগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চারাভাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের এক নকলনবীশের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন হয়রানি, শারীরিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

নয়নপুর এলাকার শেখ জান্নাত আরা (রুনু) মামলাটি দায়ের করেছেন। তিনি একই অফিসে নকলনবীশ হিসেবে কর্মরত। অভিযুক্ত ব্যক্তি হলেন একই অফিসের নকলনবীশ অসীম কুমার নাগ।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে মাধবপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (৬)-এ মামলা নং: সি.আর ৮২১/২০২৫।

অভিযোগে বলা হয়েছে, অসীম কুমার নাগ দীর্ঘদিন ধরে জান্নাত আরাকে মানসিকভাবে নির্যাতন, হুমকি ও ব্ল্যাকমেইল করে আসছিলেন। একাধিকবার তিনি অফিসে ও বাইরে তাকে জোরপূর্বক শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অজ্ঞাতে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেন।

একপর্যায়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করলে মারধর করে আহত করা হয় এবং গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ আছে।

ভুক্তভোগী জানান, মানসম্মানের ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে পরিবার ও স্বামীর পরামর্শে আদালতের শরণাপন্ন হন।

মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৫)(ক) এবং দণ্ডবিধির ৩২৩/৩০৭/৩৫৪/৩৮০ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন