

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈশ্বিক পর্যায়ে আলো ছড়িয়েছে জামালপুরের দুই শিক্ষার্থী। ‘এম্পাওয়ারিং সেফটি ফর গার্লস’ শীর্ষক প্রকল্প তৈরি করে ‘দ্য ইকোনোমিস্ট এডুকেশনাল ফাউন্ডেশন’ আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘লিডারশিপ ফর চেঞ্জ প্রাইজ ২০২৪’-এ চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দুই শিক্ষার্থী জিম ও সাবাবা।
প্রতিযোগিতায় বিশ্বের ২৩টি দেশের ৩৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষে আত্মরক্ষা ও ক্ষমতায়নের ওপর ভিত্তি করে তারা এই প্রকল্প তৈরি করে। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল মেয়েদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। শ্রেণিকক্ষ ওয়ার্কশপ, গল্পবলা এবং কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা ও নেতৃত্বের দক্ষতা গড়ে তোলে।
প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের প্রভাষক সাফিয়া আনসারি। তিনি জানান, ‘এম্পাওয়ারিং সেফটি ফর গার্লস’ শুধু আত্মরক্ষার প্রশিক্ষণ নয়—এটি সচেতনতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনের একটি আন্দোলন। শুরুতে ১৫ জন শিক্ষার্থী দিয়ে শুরু হলেও বর্তমানে ১০০ জনের বেশি শিক্ষার্থী কারাতে প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
বৈশ্বিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দলটি ট্রফি, সনদ এবং প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা পুরস্কার অর্জন করে। পুরস্কারের অর্থ দিয়ে এখন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নিয়মিত কারাতে প্রশিক্ষণ নিচ্ছে।
চ্যাম্পিয়ন দলের সদস্য জিম বলেন, “আগে আমি খুব লাজুক ছিলাম, নিজের ওপর আত্মবিশ্বাস ছিল না। এই প্রকল্প আমাকে শিখিয়েছে, আমার কণ্ঠেরও মূল্য আছে। সাহস মানে ঝগড়া নয়, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকা।”
বর্তমানে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ‘দ্য টেকওয়ে সাইট’ প্রকল্পটির পরবর্তী কার্যক্রমে সহায়তা করছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতে, এই উদ্যোগটি বাংলাদেশের অন্যান্য স্কুলেও মেয়েদের আত্মরক্ষা ও নেতৃত্ব গঠনে দৃষ্টান্ত স্থাপন করবে।
মন্তব্য করুন