সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির
expand
রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির।

সোমবার (১০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে সোমেশ্বরী নদীর ঘাট এলাকার কাঠের সেতুর পাশে এ হামলার ঘটনা ঘটে।

সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা যায়, তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) থেকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ৩টার দিকে লুৎফুজ্জামান ফকির সোমেশ্বরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতারি কোপাতে থাকে।

তাঁর সঙ্গে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শেখ বলেন, “আমি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা আমাকেও কোপানোর হুমকি দেয়। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লুৎফুজ্জামান ফকিরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা জানান, তাঁর হাতে রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

রূপসী বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি শাহজাহান শেখ আরও জানান, ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেলে রেফার করেছেন। হামলায় জড়িতদের মধ্যে স্থানীয় লিমন ও অস্ত্র ব্যবসায়ী তাজুলসহ আরও কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে তিনি দাবি করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, আহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির সেনাবাহিনী থেকে অবসর নিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন