

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সোনালী আশেঁর সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে পাটবীজ উৎপাদনকারী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর মাদারগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন।
পাট অধিদপ্তরের “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধনী)” প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে ৭৫ জন পাটচাষী অংশ নেন।
মন্তব্য করুন