সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে দুদকের অভিযান

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
দুদকের অভিযান
expand
দুদকের অভিযান

নানা অভিযোগে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকার প্রদত্ত গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা কৃষি অফিসে অভিযান চালায়।

অভিযান শেষে দুদকের টিম প্রণোদনা পাওয়া কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিন তদন্ত শুরু করে। তিন সদস্যের ওই তদন্ত দলের নেতৃত্ব দেন সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক বিজন কুমার রায়।

তিনি জানান, কৃষি প্রণোদনার আওতায় কিছু প্রকল্পে মৃত ব্যক্তির নামে বরাদ্দ দেওয়া ও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রায় ৪ হাজার কৃষককে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত টিম সংশ্লিষ্ট কৃষকদের তালিকা ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছে। প্রণোদনা পাওয়া কৃষকদের সঙ্গে কথা বলে সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন দুদকে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কৃষি বিভাগ তার বিরুদ্ধে এখনও কোনো তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন