সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা শুরু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
7707
expand
আবদুল গফুর ভূঁইয়া মোটর শোভাযাত্রা

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে লালমাই দক্ষিণ বাজার থেকে কয়েক'শ মাইক্রোবাস ও শত শত মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে তিনি শোডাউন করেন।

গফুর ভূঁইয়ার এই শোভাযাত্রা লালমাইয়ের দত্তপুর, বাগমারা বাজার, সৈয়দপুর, মেহেরকুল, দৌলতপুর, বাংলাবাজার, বেলঘর হয়ে নাঙ্গলকোট উপজেলার যুক্তিখোলা, বাঙ্গড্ডা, মাহিনী, ঝাটিয়াপাড়া, মৌকরা, ঢালুয়া, মন্নারা, বক্সগঞ্জ ও দৌলখাঁড় ঘুরে নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। পথে পথে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগান দেন।

এরআগে লালমাইয়ের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে গফুর ভূঁইয়া বলেন, আমি কোনো নেতা নই। ১৮ বছর ধরে আমার কোনো পদ-পদবি নেই। আমার শক্তি আলেম-ওলামা, শ্রমিক, কৃষক, চালক ও সাধারণ মানুষ। আমি জনগণের মনোনয়ন নিয়ে জনগণের কাছেই এসেছি। জনগণের জন্যই কাজ করব—২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করব।

তিনি আরও বলেন, মনিরুল হক চৌধুরী ভাই আমার বড় ভাই। তাঁর সঙ্গে মিলে লালমাই ও নাঙ্গলকোটের উন্নয়নে কাজ করব। সামনে আমরা বড় একটি জনসভা করব।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাছ ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ কে এম সায়েম মজুমদার শিপু, মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শোয়ায়েব খন্দকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, যুবদল নেতা মাজহারুল ইসলাম ছুপু, সেলিম জাহাঙ্গীর মন্টু, ছালেহ আহম্মদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্যসচিব মাকছুদ আলম, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, মাসুদ আলম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন