সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় ডাকাত সন্দেহে দুই যুবককে গণধোলাই

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
পাংশা মডেল থানা
expand
পাংশা মডেল থানা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে ডাকাত সন্দেহে দুই যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা হলেন—কলিমহর ইউনিয়নের ধানুরিয়া গ্রামের আলী হোসেনের ছেলে রাব্বি মণ্ডল (২৮) এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের খোকন সরদারের ছেলে আলহাজ সরদার (৩০)। তারা পরস্পর মামাতো-ফুফাতো ভাই।

এ ঘটনার পর ভুক্তভোগী যুবকদের স্বজনসহ স্থানীয় অনেকে দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাদের ফাঁসানো হয়েছে।

বর্তমানে রাব্বি ও আলহাজ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন রাব্বি মণ্ডল বলেন, “আমি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই বিষয়ে একটি কাগজ তোলার জন্য মামাতো ভাইকে নিয়ে হোসেনডাঙ্গা বাজারের কম্পিউটারের দোকানে যাচ্ছিলাম। সেখানে এক যুবক আমাদের ডাকে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন এসে আমাদের মারধর শুরু করে। আমরা পালাতে গেলে তারা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিয়ে পেছন থেকে ধাওয়া করে মাঠের মধ্যে ধরে বেধড়ক পেটায়।”

ঘটনার পেছনে কোনো পূর্ববিরোধ রয়েছে কিনা জানতে চাইলে রাব্বি বলেন, “গত বছর (১৭ আগস্ট ২০২৪) রাতে আমাদের বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটে। তখন ডাকাত বলে চিৎকার তুললে স্থানীয়রা চারজনকে আটক করে, যাদের পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। সম্ভবত সেই ঘটনার জের ধরেই এবার আমাদের ওপর হামলা করা হয়েছে।”

রাব্বির চাচা মো. রফিকুল ইসলাম বলেন, “গত বছরের হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটা পরিকল্পিত প্রতিশোধ।”

এ বিষয়ে রাজবাড়ী পাংশা-কালুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে দুই যুবককে উদ্ধার করেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি পাক; তবে অপরাধী প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন