সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে বাড়ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ১৪

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
দৌলতপুরে বাড়ছে ডেঙ্গু
expand
দৌলতপুরে বাড়ছে ডেঙ্গু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হু-হু করে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের শুরু থেকে আজ সোমবার সকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৪ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও গত চারদিনে নতুন করে আর ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে , চলতি মাসের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার থেকে আসা ২৪ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।এছাড়া দুপুর পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। তবে আলাদা ডেঙ্গু ওয়ার্ড না থাকায় করোনা সময়ে ব্যবহৃত আইসোলেশন ওয়ার্ডকেই বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

৫০ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ বাড়লেও চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার উপজেলার নজিবপুর এলাকার থেকে বাপ্পি হোসেন নামে এক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় তিনি এনপিবি নিউজকে জানান,"কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলাম তিনি। প্রথমে এলাকার দোকান থেকে ওষুধ কিনে খেয়েও কাজ হয়নি।পরে হাসপাতালে এসে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। এখন তিনি ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

নাহারুল নামে আরও এক রোগী বলেন,"আমি গত দুইদিন হাসপাতালে ভর্তি হয়েছি। আগের তুলনায় এখন কিছুটা ভালো আছি।স্যালাইন চলছে ইনশাআল্লাহ দ্রুতই সুস্থ হয়ে যাবো।"

এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন,"চলতি মাসে ডেঙ্গু রোগী বাড়ছে, বিশেষ করে গত চারদিনে রোগীর সংখ্যা বেশি। বর্তমানে হাসপাতালে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নির্দিষ্ট কোনো এলাকা নয়, পুরো উপজেলাজুড়েই এবার ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। জনসাধারণকে সচেতন করতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান এই চিকিৎসক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন