সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ‘লীগ লকডাউন দিয়ে নির্বাচন আটকাতে পারবে না: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 
expand
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

আওয়ামী লীগ লকডাউন ও নাশকতার পরিকল্পনা করে নির্বাচন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস করবে আর আমরা বসে থাকবো- এটা কখনোই হতে পারে না। সন্ত্রাস ও নাশকতা জনগণ কখনো সমর্থন করে না। বিএনপি জনগণের দল, রাজপথের দল। আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। কোনো ষড়যন্ত্র বা নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন