সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পতাকা বৈঠকের মাধ্যমে তিন বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
বিএসএফ-বিজিবির পতাকা বৈঠক
expand
বিএসএফ-বিজিবির পতাকা বৈঠক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা শূন্যরেখা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।

তিন বাংলাদেশী হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী শিশু অরন্য কুমার ভৌমিক। এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান।

এসময় দুই বাহিনীর পাঁচজন করে সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, কিছুদিন আগে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ী কোম্পানী কমান্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানী কমান্ডারকে অবহিত করেন যে, তিনজন বাংলাদেশী নাগরিককে বিএসএফ আটক করেছে।

বিএসএফ তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা আনুমানিক একবছর আগে অবৈধভাবে বাংলাদেশ হতে সীমান্ত দিয়ে দ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। বিএসএফ কোম্পানী কমান্ডার এই তিন নাগরিকদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশী নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানী কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্থ করেন।

পরে বিএসএফের আটককরা ব্যক্তিদের নাম ও ঠিকানা মোতাবেক তাদের পরিবারের সাথে পুলিশ বিজিবির যোগাযোগ করে তারা বাংলাদেশী নাগরিক নিশ্চিত হওয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে আটককৃতদের জিডিমূলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, তিন বাংলাদেশীকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আমরা আইনী প্রক্রিয়া শেষে আটককৃতদের আত্নীয়দের (মা, বোন) সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন