

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী গুরুতরভাবে আহত হয়েছেন।
রোববার (০৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়া মুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ: ১১-১৭৬৯) একই পথে চলমান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীর একজন অজ্ঞাতপরিচয় (২৪) নারী সড়কে ছিটকে পড়ে যান।
এ সময় কাভার্ডভ্যানটির চাকা আরোহীর ডান পায়ের উপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনাটি ঘটে। আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ডভ্যান দুটি জব্দ আছে বলে জানান তিনি।
মন্তব্য করুন