

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ-০৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত বিতর্কিত সম্ভাব্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পরিবর্তনের দাবিতে নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১২টায় নান্দাইল উপজেলা সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সামনে থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঘোষিত প্রার্থী ইয়াসের খান চৌধুরী নান্দাইলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। তাঁর অতীত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, স্থানীয়ভাবে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করা হলে বিএনপির তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে যাবে এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান দুর্বল হবে। তারা কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান, নান্দাইলের জনগণের মতামত ও দলের দীর্ঘদিনের কর্মীদের ত্যাগকে মূল্যায়ন করে ইয়াসের খান চৌধুরীর পরিবর্তে একজন গ্রহণযোগ্য ও পরিষ্কার ভাবমূর্তির প্রার্থী ঘোষণা করতে। মানববন্ধনে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ডে লিখেন, “বিতর্কিত প্রার্থী চাই না “ত্যাগীদের মূল্যায়ন করুন”নান্দাইল বিএনপিকে রক্ষা করুন”এমন স্লোগানসমূহ। বক্তারা শেষ পর্যন্ত সতর্ক করে বলেন, কেন্দ্র যদি এই দাবিকে উপেক্ষা করে, তবে আন্দোলন আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন