রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বিস্ফোরক দ্রব্য আইনে আ‘লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
ফরিদপুরে আ‘লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
expand
ফরিদপুরে আ‘লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম।

এর আগে শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচুড়িয়া ইউনিয়নের চরচাঁদড়া গ্রামের ইউপি সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মোল্যা (৬৭), গোপালপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ও চরচাঁদড়া গ্রামের বাসিন্দা কাজী রুবেল (৩৫), টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্যা (৩৫)।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার, যিনি নিম্নমজুর ইদ্রিস সর্দারের ছেলে। মামলায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়, পাশাপাশি আরও আড়াই থেকে তিন হাজার অজ্ঞাতনামা আসামি রাখা হয়। মামলার আসামিদের মধ্যে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া তিন নেতাকর্মীকে ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি মো. শাহজালাল আলম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন