

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনি গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।
অপরদিকে, যুবদলও পাল্টা অভিযোগ করে জানায়—আগে জামায়াতের নেতা-কর্মীরাই তাদের এক নেতাকে আঘাত করেন, এরই জের ধরে ঘটনাটি ঘটে।
জামালপুর-৫ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির আব্দুস সাত্তার অভিযোগ করেন, দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগে বের হন। বানারেরপাড় বাজার এলাকায় পৌঁছালে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিউল্লাহ শিপলুর নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন যুবদল কর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে তারা স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বানারেরপাড় বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে সদর উপজেলা জামায়াতের সাবেক আমির শরিফুল ইসলাম বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারের সময় যুবদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়।” তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে একই এলাকায় পাল্টা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রানাগাছা ইউনিয়ন যুবদল। সমাবেশে ইউনিয়ন যুবদলের সভাপতি রিজভী আহমেদ জুয়েল বলেন, “জামায়াতের নেতাকর্মীরাই প্রথমে আমাদের এক নেতাকে আঘাত করেন। সেই ঘটনার পরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।”
এ বিষয়ে সদর থানার ওসি (অপারেশন) নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন