রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
টাঙ্গাইলে আলোচনা সভা 
expand
টাঙ্গাইলে আলোচনা সভা 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের অডিটোরিয়ামেদ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহী্ন এবং জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হেড় শুভ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম এ বাতেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর হলো বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এক মোড় পরিবর্তনের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন