রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ইসলাম ও মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি, তরুণী আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
7389
expand
আটক তরুণী সাবিহা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রথম স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে সাবিহা নামের এক তরুণীর বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (৮ নভেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় স্থানীয় মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বেলা আড়াইটার দিকে ওই তরুণীকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক তরুণী সাবিহা শায়েস্তাগঞ্জ উপজেলার কুঠিরগাঁও গ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার কন্যা। বর্তমানে তাকে সদর থানার সেফ কাস্টডিতে রাখা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন