

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ পুনর্বহালের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে সম্মিলিত সংগীত শিল্পী পরিষদ।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচিতে নাট্যকর্মী, কন্ঠশিল্পী, আইনজীবী, শিশু শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা, সরকার তথাকথিত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের মুখে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দেশের শিশুদের সৃজনশীল ও মানসিক বিকাশের পথে বড় বাধা। তারা আরও বলেন, সঙ্গীত ও শারীরিক শিক্ষা শুধু বিনোদন নয়, বরং শিশুদের আবেগীয় বিকাশ, সৃজনশীলতা, সামাজিক সংহতি ও নান্দনিক বোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে যেখানে শিল্প-সংস্কৃতি স্থান পাচ্ছে, সেখানে বাংলাদেশে এসব বিষয় সংকুচিত করা হচ্ছে। সরকার প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য ঘোষিত সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে প্রতিষ্ঠানগুলোতে সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক পর্নবহালের দাবি জানান, যদি তাদের এই দাবি না মানা হয় আগামীতে বৃহত্তর আন্দোলনের নামার হুশিয়ারী উচ্চারণ করেন মানববন্ধনে আগত বক্তারা।
এসময়বক্তব্য রাখেন, সম্মিলিত সংগীত শিল্পী পরিষদের সভাপতি সোনিয়া হাবিব লাবনী, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোঃ আরিফ উল ইসলাম, মুন্সিগঞ্জ ক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, তাহলে তো সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, আরিফ মোড়ল, সংগীত শিল্পী অ্যাডভোকেট আকতারুজ্জামান আবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, মোঃ জহিরুল ইসলাম, আওলাদ হোসেন, শারমিন রহমান অনন্যা।
মন্তব্য করুন