

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতিপূর্বেও ভোট ছিনতাইয়ের অপচেষ্টা চালানো হয়েছে এখনো ষড়যন্ত্র চলছে, কেউ কেউ পিআর পদ্ধতি আগে চাচ্ছে কিন্তু জনগণ জাতীয় নির্বাচন আগে চায়। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে সমাবেশে এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুন।
আজ বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্ক ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি বলেন, মেহেরপুরের জনগণের প্রতি ভালোবাসা রয়েছে বলেই তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, এতে কেউ পেছন থেকে ছুরি মারলে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরো বলেন, এদিকে আমাদের মা-বোনেরা জান্নাতের টিকিট বিক্রি করছে। আমরা বলেছি ৭১ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। জুলাইয়ের চেতনাকে বিক্রি করে খেতে দেব না। ধর্মকে বিক্রি করে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি'র নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এ সময়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
ধানের দলীয় পতাকা উড়িয়ে, শীষ প্রতীক ও ধানের শীষের স্লোগানে সমাবেশ স্থল মুখরিত করে তোলে বিএনপি কর্মী সমর্থকরা ।
মন্তব্য করুন