

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি রবিউল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপি কর্মীদের নেতৃত্বেই এ হামলার ঘটনা সংঘটিত হয়েছে।
ঘটনাটি শুক্রবার (৭ নভেম্বর) মাগরিবের নামাজ শেষে ইউনিয়নের একটি স্থানীয় মসজিদের বারান্দায় ঘটে।
স্থানীয় সূত্র মতে, নামাজ শেষে কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন রবিউল ইসলাম। এ সময় দুই যুবক এসে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি তোলে।
বাকবিতণ্ডা বড় আকার ধারণ করলে কিছুক্ষণ পর আরও কয়েকজন এসে লাঠিসোটা দিয়ে রবিউলের ওপর হামলা চালায়। এতে তার হাত-পা ভেঙে গেছে বলে জানা যায়।
পরে রবিউল ইসলামকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলার ঘটনার প্রতিবাদে রাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতের উপজেলা আমির ইদ্রিস আলী বলেন, বিএনপির সোহেল রানা, রুবেল, রেনু মিয়া ও আরও কয়েকজন পরিকল্পিতভাবে এ হামলা করেছে। আমরা থানায় রাতেই থানায় অভিযোগ দিয়েছি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। মসজিদের ভেতরে সাধারন মুসল্লিদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় তাদের নাম জড়ানো হয়েছে।
মন্তব্য করুন