শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমলিতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ করেন
expand
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ করেন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আমলিতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং গুনারীতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দায়িত্বশীলসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাদারগঞ্জ উপজেলা সভাপতি শেখ সাদী রহমান বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। দেশের মানুষের কল্যাণে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখা ও ৩নং গুনারীতলা ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন