

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, কক্সবাজার জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আলম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী। সংগঠনের মর্যাদা ও ঐক্য রক্ষায় তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “আজ থেকে মো. আলমের সঙ্গে সংগঠনের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সম্পর্ক থাকবে না।”
জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, সংগঠন সবসময় শৃঙ্খলা ও সততার ভিত্তিতে পরিচালিত হয় এবং ভবিষ্যতে কেউ যদি সংগঠনের নীতি বা আদর্শ লঙ্ঘন করে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন