শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
গণঅধিকার পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা
expand
গণঅধিকার পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের রেলস্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। রেলস্টেশন মোড়, পুরাতন স্টেডিয়াম এলাকা, আখড়া বাজার, গৌরাঙ্গবাজার হয়ে পুরো শহরজুড়ে শোভাযাত্রাটি চলে।

শোভাযাত্রাকে ঘিরে শহরে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। দলের নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জনগণের সমর্থনে নেমে পড়েন। অনেকেই ছোট পতাকা ও পোস্টার হাতে মোটরসাইকেল চালিয়ে দলের পক্ষে প্রচারণা চালান।

এ সময় গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়; এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি সংগঠন। আমরা রাজনীতি করি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের জীবনমান উন্নত করার জন্য। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার, কর্মসংস্থান ও নিরাপত্তা পায়— সেটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এই পরিবর্তনের সূচনা হবে। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে গণঅধিকার পরিষদ এই নির্বাচনে বড় ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন