

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারীর নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর শহরের ডিএস আলীম মাদরাসা মাঠে অনুষ্ঠিত বর্নাঢ্য মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
মিছিল পূর্ব সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন , একাত্তরের মুক্তিযুদ্ধ, পচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান একই সূত্রে গাথা, এক ও অভিন্ন । দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সু সংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই মুক্তিযুদ্ধ, সিপাহী জনতার বিপ্লব এবং ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙক্ষা। তিনি বলেন , সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জন প্রতিনিধিদের মাধ্যমেই এই গণ আকাঙক্ষা বাস্তবায়নের বিকল্প নাই । বিএনপি এই গণ আকাঙক্ষা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।
তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহবান জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন না হলে দেশ মহা বিপর্যয়ের কবলে পড়বে , যার সম্পূর্ণ দায় সকারকে বহন করতে হবে । নির্বাচনের পথে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে বলেন , বিএনপির পক্ষে জন জোয়ার দেখে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় । এতে সুযোগ নিয়ে পালাতক ফ্যসিবাদ আবার ফিরে আসবে । আওয়ামী ফ্যসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত হচ্ছে বলে জনমনে ধারণা জন্মেছে । তিনি আরও বলেন আওয়ামী ফ্যসিবাদকে ফিরিয়ে আনা ও গণতন্ত্র ও গণ অভ্যুত্থানের আকাঙক্ষা ধ্বংস করার যে কোনো চক্রান্ত রুখে দিতে হবে । জনগণের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন , যেকোনো মূল্যে ফেরুয়ারিতেই নির্বাচন হতে হবে । ডক্টর মুহম্মদ ইউনুসের প্রতি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন , কয়েকটি জনবিচ্ছিন্ন ও বিতর্কীত দল সকারকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে ।
ময়মনসিংহ - ১ ( ধোবাউড়া- হালুয়াঘাট) আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে মনোনয়ন প্রদান করায় বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন ।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ ।
মন্তব্য করুন