শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাফ ম্যারাথন: এবার অংশ নিলেন ৩৫০ রানার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
সুনামগঞ্জে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীরা
expand
সুনামগঞ্জে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীরা

সুনামগঞ্জে দ্বিতীয়বারের মতো আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়ে়ছে হাফ ম্যরাথন। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩৫০জন রানার অংশ নেন। এদের মধ্যে ১০ বছরের শিশু থেকে শুরু করে ৭৪ বয়সী বৃদ্ধও ছিলেন।

'সুরমা রানার্স সুনামগঞ্জ'র উদ্যোগে দ্বিতীয়বারের মতো সুনামগঞ্জ শুক্রবার হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সকাল ছয়টায় পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হয়। এতে দুটি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩৫০ রানার (নারী-পুরুষ) অংশ নেন। ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার দুইভাগে ম্যারাথন হয় সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে।

ম্যারাথন চলাকালে দেখা গেছে, নির্ধারিত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবকেরা ম্যারাথনে অংশ নেওয়াদের জন্য পানি, স্যালাইন, হালকা খাবার নিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্রয়োজনে তাঁদের কাছ থেকে সেগুলো নিচ্ছেন দৌঁড়ে অংশ নেওয়া লোকজন। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবার ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল।

দৌঁড় শেষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা জমির হোসেন (৫৫) বলছিলেন, 'আমি নিয়মিত দৌড়াই, এ জন্য সুস্থ্য আছি, দৌঁড়ালে ওষুধ খেতে হবে না। শরীর-মন সুস্থ রাখার জন্য এটাই প্রাকৃতিক ওষুধ।' দেশের যে প্রান্তেই ম্যারাথন হয়, জমির হোসেন অংশ নেওয়ার চেষ্টা করেন। অনেক সময় পুরস্কারও পেয়েছেন।

রাজবাড়ী থেকে আসা বিশ্বজিত রায় জানালেন, তিনি ২০১৯ সাল থেকে নিয়মিত দৌড়ান। দেশে এবং দেশের বাইরে একাধিক ম্যারাথনে অংশ নিয়েছেন। এবার সুনামগঞ্জ ম্যারাথনে এসে ভালো লেগেছে জানিয়ে বিশ্বজিত বলেন, সুস্থ্য থাকার জন্য ব্যায়াম করতে হবে। দৌড়ানো চমৎকার ব্যায়াম। দৌড়ালে অসুখ হবে না, ওষুধ খেতে হবে না।

চতুর্থ শ্রেণি পড়ুয়া ছেলে রাইয়ানকে সঙ্গে নিয় ম্যারাথনে অংশ নেন সুনামগঞ্জ শহরের বাসিন্দা মারুফ আহমদ মান্না। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। মারুফ বলেন,'সুস্থ থাকাটা জরুরি। নিজের শহরে এত চমৎকার একটি আয়োজন হচ্ছে জেনে অংশ নিলাম।'

সিলেট থেকে আসা ব্যবসায়ী আমাতা মাসুদা জানালেন, তিনি নিয়মিত হাঁটেন। এবারই প্রথম ম্যারাথনে অংশ নিলেন। তিনি বলেন,' আমি একেবারে নতুন, বেশিদিন হয়নি দৌঁড় শুরু করেছি। সুনামগঞ্জ ম্যারাথনে অংশ নিয়ে ভালো লেগেছে।' সিলেট ফিটনেস ক্লাবের প্রশিক্ষক তপতী রানী দাস বলছিলেন, সকালে দৌঁড়ালে সারাদিন আপনার ভালো যাবে। শরীরে কোনো ক্লান্তি, অবসাদ ভর করবে না। শারীরিক, মানসিক শক্তি অনেক বেড়ে যায়।

ঢাকা থেকে আসা ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান ছিলেন ম্যারাথনের মূল আকর্ষণ। ম্যারাথনে অংশ নিতে আগের দিন তিনি চলে আসেন সুনামগঞ্জে। তাকে ঘিরে সবার ব্যাপক উৎসাহ দেখা যায়। দেশে তো বটেই, দেশের বাইরে অনেক জায়গায় তিনি ম্যারাথনে অংশ নিয়েছেন। রানারদের সবার 'দাদু' তিনি। সবাইকে জমিয়ে রাখেন। খবির উদ্দিন খান বলেন,' পরিমিত খাস, নিয়মিত দৌড়ান, দেখবেন আপনি ভালো থাকবেন। নিজে ভালো থাকা এবং অন্যদের ভালো থাকতে উৎসাহ দিতেই ম্যারাথনে অংশ নিই। সুনামগঞ্জে প্রথম ম্যারাথনেও আমি অংশ নিয়েছিলাম।'

'সুরমা রানার্স সুনামগঞ্জ'র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, সুনামগঞ্জে এটা দ্বিতীয় হাফ ম্যারাথনের আয়োজন। আমি নিজেও একজন রানার। তরুণদের অংশগ্রহণ বাড়াতে চাই। তাদের মাদকমুক্ত রাখতে হবে।

মামুন বলেন, এই হয় ম্যারাথন আয়োজনে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষসহ অনেকেই সহযোগিতা করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

বেলা আটটার দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান।

সুনামগঞ্জ হাফ ম্যরাথনে ১০ কিলোমিটারের (পুরুষ) দৌঁড়ে প্রথম হন দীপ তালুকদার, দ্বিতীয় হৃদয় পার্থ, তৃতীয় হন জনি আহমেদ; নারীদের মধ্যে ১০ কিলোমিটার প্রথম হন তাবাসসুম ফেরদৌস, দ্বিতীয় সানজানা তাবাসসুম, তৃতীয় কামনা রানী সরকার। পয়তাল্লিশোর্ধদের ১০ কিলোমিটারে প্রথম হয়ে়ছেন বিশ্বিজত দাস, দ্বিতীয় আকরামুল ইসলাম, তৃতীয় শামীম খান;

২১ কিলোমিটার দৌঁড়ে প্রথম হন গোলাম রাহাত তোফায়েল, দ্বিতীয় মহিবুর রহমাস, তৃতীয় তোফায়েল আহমেদ রনি। পয়তাল্লিশোর্ধদের ২১ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন জমির হোসেন, দ্বিতীয় গৌরব পদ রায়, তৃতীয় আনোয়ার হোসেন।

পুরস্কার হিসেবে বিজয়ীদের অর্থ, সনদ, মেডেল, ত্রেস্টসহ নানা উপহার দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন