শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈর পৌরসভা মেয়রের কোটি টাকার দুর্নীতি ফাঁস

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
expand
কালিয়াকৈর পৌরসভা মেয়রের কোটি টাকার দুর্নীতি ফাঁস

ভুয়া কাগজপত্র দিয়ে কালিয়াকৈর পৌরসভা থেকে ১৩ কোটি ৯২ লাখ টাকায় একটি কাজ বাগিয়ে নেয় ঠিকাদার। অভিযোগ রয়েছে কোনো যাচাই বাছাই না করেই কাজটি দিয়েছিলেন মেয়র মজিবুর রহমান।

এমন অভিযোগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৌরসভায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন – (দুদক) গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়।

দরপত্র আহ্বান ও কার্যালয় প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে অনিয়মের করে তৃতীয় দরদাতাকে (ব্রাউন ফিল্ড) কার্যাদেশ প্রদান করা হয়। অভিযানে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

জিজ্ঞাসাবাদে কর্তৃপক্ষের কেউ নথিপত্র যাচাই বাছাইয়ের কোনো প্রমাণ দিতে পারিনি বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক এনামুল হক।

২০২৩ সালে শুরু হওয়া এই কাজটি I U G P প্রকল্পের ৪র্থ প্যাকেজের অধীনে আইটেক পার্ক আনসার একাডেমির ভিতরের রাস্তা, আনসার একাডেমির ৩ নং গেইট এর অপজিটের রাস্তা ও ড্রেন, পাশা গেইটের রাস্তা, এপেক্স ওয়েভিং রাস্তা, কুহিনূর স মিলের রাস্তা, টান কালিয়াকৈর লালটেকিরে রাস্তা এলাকায় ড্রেনসহ দুটি রাস্তা নির্মাণ করার কথা ছিলো। দরপত্র আহ্বান ও কার্যালয় প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে অনিয়মের করে তৃতীয় দরদাতাকে (ব্রাউন ফিল্ড) কার্যাদেশ প্রদান করা হয়। পরবর্তীতে কাজ না পেয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দুদক বরাবর অভিযোগ দিলে অনুসন্ধানে নামে দুদক। অভিযোগ তৃতীয় দরদাতা প্রতিষ্ঠানে কাগজপত্রের অনিয়মের কথাও তুলে ধরা হয়।

এ বিষয়ে দুদকের গাজীপুর জেলা স্বমন্নিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক বিলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। দরপত্র যাচাই বাছাইয়ের কোনো প্রমাণও উপস্থাপন করতে পারেননি পৌরসভার কর্মকর্তারা। তাই দুই দিন সময় দেয়া হয়েছে, এর মধ্যে যদি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সে সময় মেয়রের দায়িত্ব পালন করেছেন মজিবুর রহমান। অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে স্ত্রী-সন্তান ও বিশ্বস্ত ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবর রহমানকে তলব করেছিল দুদক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন